মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি|| সিরাজগঞ্জের কাজিপুরে রবিবার (২৬ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে এক মাদক সেবিকে মাদক সহ আটক করেছে কাজিপুর থানা পুলিশ। মাদক সেবি উপজেলার গাড়াবেড় গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ শাহাদৎ হোসেন (২২)। এস.আই এস.এম আব্দুল লতিফ এর নেতৃত্বে এ.এস.আই কামরুল, এ.এস.আই মামুনুর রশিদ ও এ.এস.আই ফারুক হোসেন এই মাদক সেবিকে আটক করেছে গাড়াবেড় বাজার এলাকা থেকে। পরে মাদক সেবির বাসায় তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবিকে মাদক সেবনের অপরাধে মামলা দিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এস.আই. এস.এম আব্দুল লতিফ।
Please follow and like us: