২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন উত্তর ও দক্ষিণ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে মোঃ কামরুল হুদা বিএনপিতে ক্ষমতার বাইরে রাখতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা অপতৎপরতা চালাচ্ছে




কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন উত্তর ও দক্ষিণ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে মোঃ কামরুল হুদা বিএনপিতে ক্ষমতার বাইরে রাখতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা অপতৎপরতা চালাচ্ছে

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৫, ২০:০৫ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনের ১৫ বছরে দেশ যখন সন্ত্রাস, দূর্নীতি ও বৈষম্যে জর্জরিত ঠিক তখনই জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন জনসাধারনের দিকপাল হিসেবে কাজ করে। দীর্ঘ লড়াই সংগ্রামে প্রায় দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে অবশেষে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, এর মধ্যে দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা দেখা দেয়। এ সম্ভাবনা বাস্তবায়নে বাংলার মানুষ যখন জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তখনই আবার অসাধু চক্র জাতীয়তাবাদী দলকে নিয়ে নানান ষড়যন্ত্র শুরু করছে। জাতীয়তাবাদী দলকে ক্ষমতার বাইরে রাখতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন, যারা অতীতে আমাদের সাথে ছিলেন, আমাদের সমর্থনের মাধ্যমে দুই-চারটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলেন, আজকেই তারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি করছেন। তারা প্রতিনিয়ত ধর্মের কথা বলে পাড়া-মহল্লায় গিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করছেন। এই হীন কাজ থেকে বের হয়ে না আসলে আগামীতে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে উচিত জবাব দিবে। শুক্রবার(৩১ জানুয়ারী) রাতে উপজেলার কাশিনগর ইউনিয়ন উত্তর ও দক্ষিণ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হুদা এসব কথা বলেন।
কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত আলী বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোঃ জোবায়ের হোসেন ও সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার।
ইউনিয়ন উত্তর যুবদলের আহবায়ক ইয়াকুব গাজী, দক্ষিনের সদস্য সচিব মাসুদ আলম ও উত্তরের সদস্য সচিব আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী ইব্রাহীম খলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, মো: শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, নূর মোহাম্মদ, মো: রফিকুল ইসলাম শামীম, মো: খোরশেদ আলম, কাজী আমজাদুল হক দিপু, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক মো: দলিলুর রহমান, উত্তর বিএনপির আহবায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটু, দক্ষিণের সদস্য সচিব মো: সোলাইমান কবির, উত্তরের সদস্য সচিব মো: আলমগীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: ইব্রাহিম হাজারী, কাশিনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: ইব্রাহিম খলিল, কৃষকদলের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, বেলাল হোসেন মাছুম, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস সালাম রনি, কাওসার আহম্মেদ অভি প্রমুখ।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET