কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক কলহের জের ধরে ছামাদ প্রামাণিক (৫৫) নামে একজনকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসী হত্যায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল গ্রামের ছামাদ প্রামাণিকের সাথে তার স্ত্রী লাইলী বেগমের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে লাইলি বেগমকে মারধর করার সময় ভাই হক খাঁন (৪৪), বেয়াই নওশের আলী (৪৫), সংরক্ষিত মেম্বার সবিলা বেগম (৩৮) ও হক খা’র মেয়ে শিল্পী (২৮) ছামাদ মারামারি থেকে বিরত রাখার চেষ্টাকালে অপ্রত্যাশিতভাবে ওই ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে প্রাণ হারান। পরে এলাকাবাসী জড়িতদের আটক করে পুলিশে দেয়। এসময় হক খা ও নওশের মেম্বার পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢুষমারা জলথানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটককৃত ৩ নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।