১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কেশবপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




কেশবপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২১, ২০:৫৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক ময়দানে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। উদ্বোধনী খেলায় সাতবাড়ীয় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। বিকালে পাবলিক ময়দানে অপরখেলায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।
অপরদিকে শুক্রবার সকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজমাঠে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে হাসানপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। শুক্রবার বিকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজমাঠে পৌরসভা ফুটবল একাদশ ৩ গোলে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু।
এছাড়া শুক্রবার সকালে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে মজিদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। শুক্রবার বিকালে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৩ গোলে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET