গণতন্ত্র ফেরাতে ৩১ দফার মধ্যেই সবকিছু উল্লেখ করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা ৩১ দফার রূপরেখা বাস্তবায়নে কাজ করছি। হানাহানি, মারামারি ও বিভেদের রাজনীতি পরিহার করতে হবে। দেশে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে এবং বিচার বিভাগের সংস্কার করে স্বাধীন বিচার বিভাগ বাস্তবান করতে হবে। বাগেরহাটের রামপাল উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে বাইনতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, তারেক রহমান বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যাতে করে মায়েরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারে। সুখি, সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মানে নারী পুরুষ সবাাইকে একসাথে কাজ করতে হবে। রামপাল মোংলায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, ঘের দখল, জমি দখল কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের যে কোন পর্যায়ের নেতা কর্মী হোক না কেন, কাউকে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। মোংলা বন্দর, ইপিজেড, শিল্প কারখানা সচল করে এ এলাকার মানুষের কর্মসংস্থান করা হবে। তারেক রহমানের প্রতি পূ্র্ণ আস্থা রেখে তার নির্দেশনা মানতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাইনতলা ইউনিয়ন বিএনপি’ নেতা মীনা তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
Please follow and like us: