খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীর পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৭১), পিতা- মৃত ইয়াকুব আলী,নামীয় ৪ সন্তানের জনক এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৯ মে’ সোমবার সকাল আনুমানিক সাড়ে পাচঁ টার সময় এ ঘটনা ঘটে।
জানাযায়,অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে পারিবারিক কহল চলছিল।অর্থের অভাবে অনেকটা কর্মহীন হয়ে শারিরীক অসুস্থতায়ও ভোগছিলেন তিনি।শারিরীক অসুস্থতা,মানসিক চাপ ও পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন বলে ধারনা অনেকের। পরিবারে স্ত্রী ও ৪জন ছেলে সন্তান রয়েছে তার।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো.এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে।










