জাতি,ধর্ম,নির্বিশেষে গুইমারাতে সহাবস্থান ও সম্প্রীতি লক্ষে গুইমারাতে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯অক্টোবর)বিকাল ৪টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো:সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমম্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু,খাড়াছড়ি আইনজীবি সমিতির সাংগনিক সম্পাদক এডভোকেট করিম উল্লাহ।
সভায় উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,গুইমারা কেন্্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওসমান গণি, গুইমারা হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী,মার্মা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংগ মগ,মার্মা কল্যান পরিষদের সভাপতি অংগজাই চৌধুরি,ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা,হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ন ত্রিপুরা,গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা,হেডম্যান-কার্বারী,
বক্তারা বলেন,দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারী,সন্ত্রাসীরা সন্ত্রাসী।তারা যে ধর্মের হউক।স্বাধীনতার এত বছর পরেও বিশেষ একটি মহল ইন্দন দিয়ে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে সাম্প্রদায়িক সহিংসতা চেষ্টা করছে।২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি হৃদয় বিদায়ক ঘটনা।তিনটি প্রাণ ঝড়ে গেলো,আগুনে জ¦লে গেলো অনেকগুলো ঘর,অনেকগুলো পরিবারের স্বপ্ন মুহুর্তের মধ্যেই ধুলিষাৎ হয়ে গেলো।কাদের পরিকল্পনা,দুরভিসন্ধি ফলে অনাঙ্খিত এ ধরণের ঘটনা ঘটে গেলো,কারা সেনাবাহিনীর উপর হামলা করলো সভাইকে অনুধাবন করতে হবে। ভবিষতে কোনো দুস্কৃতকারী যাতে করে এই ধরণের ঘটনা না ঘটাতে পারে,সেই জন্য সবাইকে সজাগ ও শান্ত থাকতে হবে।পাহাড়ী-বাঙ্গালীর উর্ধ্বে আমরা সবাই বাংলাদেশী,এই দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব।গুইমারাতে আমরা সকলে মিলে-মিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই।কোনো রকম সহিংসতা দেখতে চাইনা,মারামারি দেখতে চাইনা।রামসু বাজারের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশত মানুষের নামে মামলা হয়েছে,এ মামলায় কোনো নিরীহ মানুষ যেনো কোনো হয়রানী না হয়,সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো নিরীহ মানুষ যদি কানোভাবে গুইমারা সহিংসতার ঘটনার মামলায় জড়িয়ে পড়ে,বিএনপির পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়ে বক্তারা বলেন,আপনারা নিঃসন্দেহে বাজারে আসুন আপনাদের কোনো সমস্যা হবেনা,আপনাদের নিরাপত্তা দিবে বিএনপি।










