গোলাপগঞ্জে আমূড়া ইউপির ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ সন্ধ্যা উপজেলার ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাসুক মিয়ার সভাপতিত্বে ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজমির আহমদ রাসেলের স্বাগত বক্তব্যে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রায়হান পারভেজ তালুকূার ও আমুড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাসেদের যৌথ সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ। প্রধাণ বক্তার বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লুলু।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। দীর্ঘ ১৭ বছর নির্যাতন,হামলা, মামলা নৈরাজ্য নিপিরণ সহ্য করেও বিএনপি মাঠে রয়েছে, একটি কর্মীও বিএনপি ছেড়ে যায়নি। এই কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,ধারাবহর ওয়ার্ড বিএনপি সহ সাধারণ সম্পাদক ময়েজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম উনু, ধারাবহর ওয়ার্ড যুবদলে সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুবদল নেতা মুহিবুর রহমান, আমুড়া ইউনিয়ন যুবদল নেতা ফাহিম আহমদ, আমিন উদ্দিন, মিন আহমদ, জাহের আহমদ, শায়েক আহমদ, মুহিন আহমদ, আব্দুল মুকিত, ধারাবহর ওয়ার্ড ছাত্রদল নেতা মোস্তাক আহমেদ রাবেল, সামি আহমদ, পাবেল আহমদ, ফাহিম আহমদ, তানজিম আহমদ, কামরান আহমদ, লাবলু আহমদ, ইমরান আহমদ, মারুফ আহমদ, ধারাবহর গ্রামের মুরব্বি শাহাব উদ্দিন, আব্দুল কাদির খান,ফখর উদ্দিন, আবুল হুসেন,সেবুল মিয়া, মইন উদ্দিন প্রমুখ।
সভা শেষে শহীদ তাজ সহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করেন বারকোট মসজিদে ইমাম সাইফুল ইসলাম।