
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে কারামুক্ত বিএনপির তিন নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত নেতারা হলেন; পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, ৭নং ওয়ার্ড সভাপতি মুন্সি জসিম ও মুন্সিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম মোল্লা। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে নোয়াপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, মোঃ হাসান, বিএনপির উজিরপুর ইউনিয়ন সভাপতি আতিকুল হক, চিওড়া ইউনিয়ন সভাপতি কাজী শাহীন রেজা, আলকরা ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন সভাপতি আবুল কালাম, শ্রীপুর ইউনিয়ন সভাপতি আলী আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, পৌর যুবদলের সাধারন সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শামীম, সহ-সাধারন সম্পাদক মনির হাসান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।