চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে
করণীয়, ওরিয়েন্টেশন কোর্স ও ইমাম প্রশিক্ষণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ বেগম।
ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রুহুল আমিনের সভাপতিত্বে ও পরিদর্শক মোঃ মজিবুল হক
ভূঁইয়ার পরিচালানয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার
অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মোস্তফা কামাল প্রমখ।
প্রশিক্ষণে উপজেলার শতাধিক মসজিদের ইমামগণ অংশহন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষাই সমাজকে বদলে দিতে পারে। বাল্য বিবাহ বন্ধ, সন্ত্রাস ও
জঙ্গিবাদ দমনে ইমামদের অগ্রণী ভুমিকা রয়েছে। এজন্য সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ
দৃষ্টি রাখতে ইমামদের প্রতি অনুরোধ জানান বক্তারা।