২০২৫-২৬ অর্থবছরে বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রণোদনা ছাগলনাইয়া উপজেলার ২২০ জন কৃষককে বসতবাড়িতে চাষের জন্য সাত প্রকারের উচ্চ ফলনশীল বীজ এবং জমিতে চাষের জন্য ১২০ জনকে বেগুন, ৬০ জনকে লাউ, ১’শ জনকে শসা ও ১’শ জনকে মিষ্টি কুমড়ার বীজসহ ৩৮০ জন কৃষককে ২০ কেজি করে সার দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল রবিবার (১২ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে এ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হার্টিকালচার) মোহাম্মদ সোফায়েল হোসেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us:










