নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় কর্মস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয়েছে একজন রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে ফেনীর ছাগলনাইয়া পৌর সভার বাঁশপাড়া গ্রামের ইসমাইল মাস্টার বাড়ীতে। সুত্র জানায়, রবিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮ টার সময় বাঁশপাড়া গ্রামের ইসমাইল মাস্টার বাড়ীর মোঃ জানে আলমের নির্মাণাধীন দালান ঘরে কাজ করতে যায় হিছাছরা গ্রামের মৃত মুকবুল আহম্মদের ছেলে রাজমিস্ত্রি ফয়েজ আহম্মদ (৪০)। কাজের সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হয় ফয়েজ আহম্মদ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছাগলনাইয়া থানার এসআই মোঃ শহিদুল ইসলাম। তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ পৃষ্ঠে ফয়েজ নিহত হয় তা নিশ্চিত হয়েছি। নিহত ফয়েজ ১ ছেলে ও ১ মেয়ের জনক।