২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান চৌধুরী মার্কেটের শুভ উদ্বোধন 




ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান চৌধুরী মার্কেটের শুভ উদ্বোধন 

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২১, ২০:৫৮ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সম্মুখে জঙ্গলমিয়া বাজারে বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান চৌধুরী মার্কেটের শুভ উদ্বোধন করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কেটে নবনির্মিত এ মার্কেটের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মার্কেট পরিচালনার দায়িত্ব প্রাপ্ত বাবর আহমেদ চৌধুরী, জঙ্গলমিয়া বাজার জামে-মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিন মোহাম্মদ মজুমদার মজনু, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আবু ইউছুপসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জঙ্গল মিয়া বাজার জামে-মসজিদের খতিব মাওলানা মোঃ ইসমাইল হোসেন। এসময় বাবর আহমেদ চৌধুরী জানান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান চৌধুরীর নামে মার্কেটটির নাম করন করা হলেও সত্ত্বাধিকারী তার মা বিলকিছ জ্জামান চৌধুরী। এছাড়াও মার্কেটের সার্বিক সহযোগিতায় রয়েছেন, রাজু আহমেদ চৌধুরী, মাসুদ রানা চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, বাবর আহমেদ চৌধুরী, আরমান হোসেন চৌধুরী ও শরীফুল ইসলাম চৌধুরী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET