
নজরুল ইসলাম চৌধুরীঃ- ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সাড়ে ৩ বছর বয়সী নাফিজ নামক একটি শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নাফিজের চাচা সাইফুল ইসলাম জানায়, নাফিজের বয়স সাড়ে তিন বছর হলেও সে কথা বলতে পারেনা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫ টার সময় নাফিজ নিজ বাড়ী পশ্চিম ছাগলনাইয়া আলমগীর বিএ সড়কস্থ রোকেয়া ভিলা থেকে নিখোঁজ হয়েছে। নাফিজের গায়ে পেস্ট কালারের একটি টি-শার্ট ছিলো। তার গায়ের রং শ্যামলা। নাফিজের বাবার নাম নুরুল আফছার এবং দাদার নাম ফরিদ আহম্মদ প্রকাশ জানু মিয়া। নাফিজের সন্ধান যদি কেউ পেয়ে থাকে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ করেছেন। ( মোবাইল নাম্বার – ০১৮১৬৬১৪৭৬০)
Please follow and like us: