
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ- ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বলে থানা সূত্রে জানা গেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়া বধুয়া কমিউনিটি সেন্টারের নিকট থেকে শহিদ উল্যাহ প্রকাশ কানা শহিদ (৪১), মোঃ শহিদ উল্যাহ প্রকাশ দুবাই শহিদ (৪৩) ও উপজেলার শুভপুর ইউপিস্থ শুভপুর কমিউনিটি সেন্টারের মুল ফটকের নিকট থেকে ইয়াবাসহ মোঃ আরিফ উদ্দিন রিপনকে (৩০) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কানা শহিদ বা গুটি শহিদ ও দুবাই শহিদকে ৬৫ পিস ইয়াবা এবং আরিফ উদ্দিন রিপনকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম বলেন, এই ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।