অনলাইন ডেস্কঃ- ধানমণ্ডিতে জোড়া খুনের ঘটনায় আটককৃত গৃহকর্মী নাহিদা আক্তার সুরভীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) কৃষ্ণপদ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নাহিদা আক্তার সুরভীকে আটক করে শেরেবাংলা থানা পুলিশ। রাতে ধানমণ্ডি থানায় তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে জড়িত থাকার সম্পৃক্ততা পেয়েছে। পুলিশ জানায়, তার দেয়া তথ্যের ভিত্তিকে জড়িত অন্যান্যদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত আরো চারজনকে আটক করেছে পুলিশ।