
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় বালিভর্তি ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা মহিলা ও শিশুসহ অন্তত ২০ যাত্রী মারাত্বক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের হাড়িয়াদেয়াড়া নামকস্থানে। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের লিয়াকত আলীর কণ্যা শিরিনা খাতুন (১৬), আজিজুর রহমানের কণ্যা লামিয়া (১০), আজিজুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম ও তার এক বছরের শিশুপুত্র রাজু। পিরালীর কণ্যা পিয়া খাতুন (০৭), লিয়াকত আলীর কণ্যা তা¤œœা (১৩), তহিদুল ইসলামের কণ্যা উর্মী (১০), রশিমুলের কণ্যা রেহেনা খাতুন (১২), সাজরুল ইসলামের ছেলে সাদিয়া (০৬), মৃত-রাফাত আলীর ছেলে সুমাইয়া খাতুন (০৫), আব্দুল আলিমের ছেলে তামিম (০৪), বাবুর কণ্যা বিথি (৮), রিয়াকত আলীর ছেলে তামান্না (১৩), মিজানুর রহমানের ছেলে নছিমন চালক জাহিদুল ইসলাম (২২), কলারোয়া রাড়িপুকুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান, স্ত্রী সাবিনা বেগম ও ছেলে আল-আমিন (০৬), এবং পলুয়া গ্রামের সুমি খাতুন (১০)সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে শিরিনা, খাদিজা, সাবিনা ও রাজুর অবস্থা আশংকাজনক বলে ঝিকরগাছা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। আহত খাদিজা খাতুন জানিয়েছেন তারা কলারোয়া রাড়িপুকুর গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে যাচ্ছিল। হাড়িয়াদেয়াড়া নামকস্থানে পৌছলে বিপরিতদিক থেকে আসা বালিভর্তি নাম্বার বিহিন ট্রাকটি রং সাইডে এসে তাদের নছিমনে স’জোরে ধাক্কাদিলে এ দূর্ঘটনা ঘটে।