‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই’এই শ্লোগানে ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঝিনাইদহ শিশু একাডেমি অডিটরিয়ামে এই সমাবেশ শুরু হয়। কৃষিবিদ,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ নূর-এ-নবী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব ষষ্টি চন্দ্র রায়, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ , ঝিনাইদহ। মারিয়া রায়হানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ঝিনাইদহ। নিশাত মেহের, সহকারী পরিচালক জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা, ঝিনাইদহ। কৃষক পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন মোঃ কামরুজ্জামান, উদ্যোক্তা কৃষক সমাবেশ। অনুষ্ঠানের কৃষি উদ্যোক্তা রাসেল তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য যতোদিন আমরা নিজেরা নির্ধারণ করতে সক্ষম না হবো ততদিন আমাদের অধিকার নিশ্চিত হবে না। তিনি আরো বলেন, আমাদের উৎপাদিত পণ্য ৫০-৫৫টাকায় ক্রয় করে তা ঢাকার বসুন্ধরা, গুলশান, বনানী, মতিঝিলে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। আলোচনা করেন,ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট মুক্তা চাষী, এবং কৃষি উদ্যোক্তা। মোঃ হারুন অর রশিদ মুসা,সভাপতি চাষী কল্যাণ সমিতি কোটচাঁদপুর। মোঃ আহসানুল হাবিব ডন, সম্পাদক ড্রাগন চাষী কল্যাণ সমিতি। কৃষি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার খন্দকার হাসিবুল কবির, খুশি খাতুন প্রমুখ। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের শত শত কৃষক উপস্থিত ছিলেন। সভায় কৃষক সমাবেশের উদ্যোক্তা কৃষক কামরুজ্জামান বলেন, কৃষকরা দেশের মূল চালিকা শক্তি হলেও কৃষকদের সঠিক ভাবে মূল্যায়ন করা হয় না, কৃষকদের নানাভাবে ঠকানো হচ্ছে। মধ্যস্বত্তভোগিরা বিশেষ করে ফড়িয়া, বাজার মালিক, মহাজন, এমনকি দেশের বাজার ব্যবস্থাপনার কারনেও কৃষকদের ঠকানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পান, তার উপরে বিভিন্ন ধরণের তাল বাহনা করে কৃষকদের নিকট থেকে পন্য নিয়ে নেওয়া হয়, যেমন প্রতি মণে (৪০ কেজি) ২ কেজি ঢলতা নেয়, বাজারের খাজনা প্রতি মণে ১ কেজি, ঝাড়ুদার প্রতি মণে ১কেজি এভাবে বাজারে পণ্য নিলে মণপ্রতি ৪ থেকে ৫কেজি চলে যায়। এছাড়া অন্য কৃষকরা বলেন, কৃষি পণ্যের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে যেমন জ্বালানি তেল, সার, কীট নাশক, কৃষি যন্ত্রপাতি, কৃষি শ্রমিকের, পরিবহন খরচ সব বৃদ্ধি পেয়েছে কিন্তু সেভাবে পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি, তারা কৃষি পণ্যের নির্ধারিত মূল্য নির্ধারণের দাবি এবং কৃষকদের অবসর ভাতা চালুর দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল
Please follow and like us: