
ঝিনাইদহে বিনামূল্যে কৃষকের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারীর বীজ বিতরণ করা হয়েছে। এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলা চত্বরে ২৫.০৭ মেট্রিক টন বীজ ও ১২০.০৫ মেট্রিক টন সার বিতরণ করা হয়। শীতকে সামনে রেখে এসকল কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। এসময় আরও উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব রাজিয়া আক্তার চৌধূরী, উপজেলা কৃষি কর্মকর্তা ণূর-এ নবীসহ অন্যান্যরা। ঝিনাইদহে ৩০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ সার বিতরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধূরী কৃষকদের উদ্দেশ্য বলেন, জেলা কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা আজ যা পেলেন তার সঠিক ব্যবহার করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, এখন আমরা সব ধরনের সুবিধা পাচ্ছি। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষিসামগ্রী দিচ্ছে সকলকে ধন্যবাদ জানাই।