১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে নতুবা রাজপথে নামবে বিএনপি; চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু




ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে নতুবা রাজপথে নামবে বিএনপি; চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২৫, ২২:৫৪ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অন্তর্বর্তীকালীন সরকারকে বলব নির্বাচনের ডেট ও রোডম্যাপ ঘোষণা করুন। আগামী ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে নতুবা স্বৈরাচারী এশরাদ-হাসিনার বিরুদ্ধে যেভাবে রাজপথে ছিলাম সেভাবে রাজপথে নামব। জনগণের জন্য বিএনপি রাজপথে ছিল আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজেকাজলা সাকোপাড়া (২৮ নং ওয়ার্ড) বিএনপি কর্তৃক বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালে জিয়ার সৈনিকেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশনেত্রী বেগম জিয়ার সৈনিকেরা স্বৈরাচারী এরশাদকে রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। অবশেষে এখন আরেকবার দেশ স্বাধীন হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি সুষ্ঠু নির্বাচন দিয়ে সঠিক হাতে ক্ষমতা স্থানান্তর করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সেটাই।

অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তিনি আরো বলেন, ড. মোহাম্মদ ইউনুসকে আমরা সম্মান করি৷ উনি দেশের জন্য সুনাম নিয়ে এসেছেন নোবেল পাওয়ার মাধ্যমে। কিন্তু উনার সাথে ২-৩দিন উপদেষ্টা ব্যতিত বাকি সকলে অথর্ব। দেশ কিভাবে পরিচালনা করতে হয় একটাও কিচ্ছু জানে না। আমাদের এতো বছরের অভিজ্ঞতা আমরা জানি কিভাবে দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হয়।

অবৈধ হাসিনার সময়ের রূপ আর বর্তমান দেশের রূপ একই৷ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় যারা বসে আছে সব তাদেরই লোক। মানুষের জন্য কোনো কাজ করছে না। এখন যারা নতুন দায়িত্বে এসেছে তারাও প্রচুর দূর্নীতিবাজ।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেনসহ ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET