
খুলনার ডুমুরিয়ায় নিখোঁজ শিশু শ্রীনাথের ভাসমান লাশ দু’দিন পর মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘোনা বান্দা এলাকার জনৈক হংশুপতি’র মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়।
জানা যায়, শিশু শ্রীনাথ ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামের প্রভাষ রায়ের পুত্র। সেদিন মঙ্গলবার প্রভাষ রায় ও তার স্ত্রী-পুত্রকে নিয়ে তাদের ঘোনা এলাকায় মৎস্য ঘেরে যায়। কিছুক্ষণ পরে ঘেরে স্ত্রী-পুত্রকে রেখে প্রভাষ ঘোনা বাজারে সবজি বিক্রি করতে যায়। তখন দুপুর সোয়া ১২টা বাজে। সে সময় শ্রীনাথ ঘেরের পূর্বপাশে ভেড়ির উপর খেলা করছিল। তার মা চন্দ্রা ঘেরের কাজে ব্যস্ত ছিলেন। সাড়ে ১২টার দিকে মা তাকিয়ে দেখেন শিশু ভেড়ির উপর নেই। তখন আশপাশ এলাকায় খোঁজাখুজির একপর্যায়ে ঘেরে জাল টেনে ব্যাপক তল্লাশী করা হয়। কিন্তু কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করে মা চন্দ্রা রায়। বৃহস্পতিবার সকালে পাশের জনৈক হংশপতির ঘেরে উবুড় অবস্থায় ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে এ ঘেরটি সেদিন জাল টেনে তল্লাশী করা হয়নি। দুই সন্তানের মধ্যে শ্রীনাথ ছোট এবং মেয়ে সাধনার বয়স ৮ বছর। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, ঘোনা বান্দা এলাকার জনৈক হংশুপতির মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় শিশু শ্রীনাথের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পানিতে ডুবে মৃত্যু, প্রাথমিকভাবে প্রতীয়মান হলেও ময়না তদন্ত রিপোর্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়।
Please follow and like us: