খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৪জন আহত হয়েছে। সোমবার (১৭ জুন) গত রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সি পারভেজ হাসান জানায়, চাকুন্দিয়া এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬জন আহত হয়। তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ২জন মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। এরা হলেন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের ইসহাক আলী শেখের ছেলে নুর ইসলাম রুবেল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।
আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর ২জন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন কেশবপুর উপজেলার ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (২০), একই উপজেলার মজিদপুর গ্রামের আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে রুদ্র বিশ্বাস(২১), আব্দুল কুদ্দুস (২৫)। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
Please follow and like us: