দীর্ঘ ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দৌলতপুর সরকারি বজ্রলাল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র, ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের আসলাম গাজীর ছেলে তানজিম গাজী (২৫)’র মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক ২টার দিকে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের মামা ডাঃ শেখ জাকির হোসেন জানায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার চেচুড়ি গ্রামের ফুফার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন তানজিম। রাত আনুমানিক ৮ টার দিকে চেচুড়ি-বরুনা সড়কের মাঝামাঝি স্থানে পৌছুলে একটি শিয়াল রাস্তা অতিক্রম করছিলেন। শিয়ালকে বাঁচাতে গিয়ে তানজিম মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে মৎস্য ঘেরে পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ হতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ২২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার রাত আনুমানিক ২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Please follow and like us:










