
খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যুবদের লিংকিং এন্ড লার্ণিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিতা আবৃত্তি,নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইয়ুথ গ্রুপের সহ-সমন্বয়কারি মিম খাতুন। উপজেলা সমন্বয়কারী মোঃ ফয়সাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান,ব্র্যাক’র সিনিয়র অফিসার চৌধুরী নওশীন তাবাসসুম,এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, শিখা বসাক,ইয়ুথ সদস্য সুমিত্রা মন্ডল,চরিতা রানী,নাঈম আহমেদ, নাজমুল হাসান, মোঃ আলামিন,শুভদেব প্রমূখ। সভায় প্রতি ইয়ুথ গ্রুপে তাদের বাৎসরিক অর্জন এবং চ্যালেঞ্জ উত্তরন তুলে ধরেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৬টি ইয়ুথ গ্রুপ থেকে ৬০ জন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন।
Please follow and like us: