২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৪, ০৪:৪১ | 625 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া ফায়ার স্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভেঙ্গেপড়া মোটর-ভ্যানের পেছনে আঘাত করে মোটরসাইকেল আরোহী  এনজিও কর্মী মোহাম্মদ ইব্রাহিম হোসেন(৪২) প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে ডুমুরিয়া বাজারের দিকে আসার পথে ফায়ার স্টেশনের সামনে ছোট কালভার্টের উচু-নিচু অতিক্রম করার সময় হঠাৎ একটি মোটর-ভ্যানের সামনের চাকার ভেঙ্গে ছিটকে পড়ে। ওই সময় পেছন দিক দিয়ে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়া ওই ভ্যানের সাথে স্বজোরে আঘাত করে। তখন মোটর সাইকেল আরোহী টাঙ্গাইল জেলার ধানবাড়ি এলাকার বাসিন্দা, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় কর্মরত এনজিও কর্মী মোহাম্মদ ইব্রাহিম হোসেন মারাত্মক আঘাত পেলে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তার সহযাত্রী একই এনজিও কর্মী ও একই জেলার বাসিন্দা রেজাউল করিম(৩৫)’র পা কেটে যায়। একই সময়ে পেছন থেকে আসা আরও একটি মোটর সাইকেল ঘটনার আকষ্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইসমাইল হোসেন(৩৫) সামান্য আহত হয়। অপরদিকে ভেঙ্গে-পড়া ভ্যানের যাত্রী জান্নাতুল বেগম(৪০)’র ডান পা ভেঙ্গে গেছে। তার সহযাত্রী সুমিত্রা ফৌজদার(৫০) সামান্য আঘাত পেয়েছেন।
এ প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা আঃ ছাত্তার বলেন, আমাদের অফিসের সামনে দূর্ঘটনার শব্দ শুনেই আমরা যেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে পাঠাই। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা বেগম বলেন, আমাদের হাসপাতালে আনার আগেই মোঃ ইব্রাহিম হোসেন প্রাণ হারিয়েছে। বাকীরা চিকিৎসা নিচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET