খুলনার ডুমুরিয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল কালাম মালী (৩৫) নামে এক ইঞ্জিন ভ্যান চালক পিতার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তিনি নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের সিরাজুল ইসলাম মালীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভ্যান চালিয়ে দুপুরে বাড়িতে এসে ইঞ্জিন ভ্যানটি চার্জে দেন তিনি। চার্জ চলাকালীন সময় হঠাৎ ভ্যানের ব্যাটারী ও পিছনের একটি টায়ার বিস্ফোরিত হয়ে ফেটে যায়। এসময় ছেলে আলিফ মালী (১০) বিস্ফোরিত টায়ার ও ব্যাটারী দেখতে ভ্যানটির কাছে গেলে মাটিতে পা দেওয়ামাত্রই তাকে কারেন্টে ধরে। এসময় তার আর্তচিৎকারে পিতা আবুল কালাম মালী ছেলেকে উদ্ধার করতে গেলে ব্যাটারী থেকে ছিটকে পড়া কারেন্টর তারে শরীর লাগামাত্রই মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ শাহিনুর রহমান, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন ঘটনাস্থলে যান। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়িতে ছিল।
Please follow and like us: