ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে সাবেক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন মোড়ল (৫০) ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল সাড়ে চারটায় উপজেলার চাকুন্দিয়া গ্রামস্থ শ্বশুর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শেখ হাফিজুর রহমান, আহম্মদ আলী ফকির, আঃ গফফার শেখ, শেখ আব্দুর রশিদ, আনছার আলী মোল্লা,মৃনাল কান্তি দাস, মিজানুর রহমান মোল্লা,হযরত আলী দফাদার,আব্দুস সালাম, কবির হোসেন, সরদার জাকির হোসেন, মোঃ খোকন, নজরুল ইসলাম সরদার, মহসিন দফাদার, রুহুল আমিন বাওয়ালী, মহসিন শেখ প্রমুখ।
Please follow and like us: