সিরাজগঞ্জর তাড়াশে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে জন্ম ও মত্যু নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রম স্থবিরতা দেখা দেওয়ায় ক্ষমতা হারালেন দুই ইউপি চেয়ারম্যান। ক্ষমতা হারানাে দুই চেয়ারম্যান হলেন উপজলার দেশিগ্রাম ইউনিয়নের জ্ঞানেন্দ্রনাথ বসাক ও তালম ইউনিয়নের আব্দুল খালেক। গত ১৫ অক্টােবর তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দুই চেয়ারম্যানের জন্ম ও মত্যু নিবন্ধন কার্যক্রম ক্ষমতা রহিত করেন। সেই সাথে উপজলা সমবায় কর্মকর্তা মােহাম্মদ আব্দুস সালাম জাকারিয়াকে তালম ইউনিয়ন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী জুয়েলকে দেশীগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে উপজলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষে স্থানীয় সরকার,পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার ১৪ আগস্ট ২০২৪ তারিখের এক পত্রের আদেশ বলে উল্লিখিত কর্মকর্তাদের উল্লেখিত দায়িত্ব প্রদান করা হয়েছে।