
গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৯/১০/২৪ তারিখে ভিলেজ ভিশনের সভাপতি শরীফ খোন্দকারের সভাপতিত্বে, ময়লা সংরক্ষণের ডাষ্টবিন স্থাপনের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুইচিং মং মারমা। ভিলেজ ভিশনের উদ্যোগে তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ সহ সর্বক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও থাকার লক্ষ্যে ছাত্র ছাত্রীদের সচেতনতা এবং উদ্ভুদ্ধ করনের মাধ্যমে ময়লা সংরক্ষণের ডাষ্টবিন স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এবিষয়ে ভিলেজ ভিশনের সভাপতি শরীফ খোন্দকার বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, সুস্থ সুন্দর নির্মল পরিবেশের বড় অন্তরায়, তাই আমরা সর্বসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে সচেতন করছি পাশাপাশি বিভিন্ন স্থানে ডাষ্টবিন স্থাপন করে দিচ্ছি। এ কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় ময়লা সংরক্ষণের ডাষ্টবিন স্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশ এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম, ভিলেজ ভিশনের প্রতিনিধি জনাব মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান,তুহিন,বিলকিস, সাকিল আহমেদ, প্রমুখ।