মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালায় ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ১১ মার্চ রোববার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষক উপজেলার উত্তর নলতা গ্রামের নুরুল সরদারের ছেলে বাহারুল ইসলাম (১৭) পলাতক রয়েছে। ঘটনার খবর পেয়ে ধর্ষিতা শিশুটিকে দেখতে সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে যান সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহামান।
শিশুটির বাবা হযরত সরদার জানান, বিকালে লম্পট বাহারুল তার শিশু কন্যাকে একা পেয়ে তাকে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় তার আত্মচিৎকারে প্রথমে তার মা ঘটনাস্থলে গেলে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তালা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার রাজিব সরদার জানান, বেলা ৩:৪০ মিনিটের সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। তার যৌনাঙ্গ দিয়ে প্রচুর রক্তখরন হচ্ছিল। তালা হাসপাতালে কোন মহিলা ডাক্তার না থাকায় চেককরা সম্ভব হয়নি। কেন রক্ত খরন হচ্ছে সেটা নিশ্চিত বলা যাবেনা, তবে শুনেছি শিশুটি ধর্ষন হয়েছে। শিশুটির অবস্থা খারাব হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা.সাইফুল্লাহ আল-কাফী জানান, শিশুটির অধিক রক্তক্ষরন হয়েছে। তাকে অপারেশর থিয়েটারে ঢুকানো হয়েছে।
এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, ইতিমধ্যে তালা থানার ওসিসহ পুলিশের কয়েকটি টিম ধর্ষককে ধরতে দিয়েছেন। খুব দ্রুত তাকে আটক করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।