১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে  পাখি শিকারিদের উৎপাত, প্রশাসনের হাতে আটক শিকারি




তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে  পাখি শিকারিদের উৎপাত, প্রশাসনের হাতে আটক শিকারি

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ১৯:৪৮ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ পেতে বুনোহাস, পরিযায়ী পাখি শিকার রোধে অভিযান হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে দুজনকে আটক করা হয়। এ ছাড়া ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও একজন আটক হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ২টা থেকে শনিবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার টাঙ্গুয়ার হাওরের রামসিংহপুর এলাকা থেকে আনসার সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা।
আটকরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪) ও একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০)। তারা দুজন পাখি শিকারি। অপরজন মৎস্য শিকারি পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রূপনগর গ্রামের আলী নুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, পাখি শিকারি দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মৎস্য শিকারি একজনকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মামলাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, পাখি, বুনোহাস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET