২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • তাহেরপুরে ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা




তাহেরপুরে ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০১৮, ১৮:৩৬ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এক স্কুল ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে লুটপাট চালিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলার শিকার গুলবার রহমান বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে জানাগেছে উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র নুরপুর গ্রামের গোফ্ফার আলী ছেলে সবুজ (১৮) প্রেমের প্রস্তাব দেয়। কয়েক দিন থেকে সবুজ এবং তার বন্ধুরা মিলে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে নানা ভাবে উত্তক্ত করে আসছিল। শুধু রাস্তা ঘাটে নয় বিভিন্ন সময় বিদ্যালয়ে গিয়ে জোরপূর্বক প্রেমের প্রস্তাব দেয়। সেই সাথে ছাত্রীদের ছবি মোবাইল ফোনে ধারণ করতো। সবুজের সেই প্রস্তাবে রাজি না হয়ে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক গুলবার রহমানকে জানায় সেই ছাত্রী। বিষয়টি আমলে নিয়ে সবুজসহ তার সহযোগিদের নিষেধ করেন শিক্ষক গুলবার রহমান। শিক্ষকের কথায় কান না দিয়ে তাদের পিছনে থাকা অদৃশ্য শক্তির জোরে ওই শিক্ষককে নানা ভাবে ভয়ভীতি প্রদান করতে থাকে। এদিকে বখাটেদের ভয়ে দির্ঘদিন ধরে বিদ্যালয়ে যেতে পারছেন না ওই ছাত্রী। এই ঘটনার জেরে ধরে গত শুক্রবার রাতে সবুজ তার বাহিনী নিয়ে ওই শিক্ষককে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বশস্ত্র হামলা চালায়। বিষয়টি টের পেয়ে শিক্ষক গুলবার রহমান খাটের নিয়ে লুকিয়ে থাকলে প্রাণে রক্ষা পায়। সে সময় তাকে না পেয়ে বাড়িতে থাকা তার ব্যবহৃত একটি মটরসাইকেলসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ইচ্ছে মতো লুটপাট করে। এসময় তারা ওই শিক্ষকের স্ত্রী ও মেয়েকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে গতকাল রোববার দুপুরে গুলবার রহমানের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। পরে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানন, তুচ্ছু বিষয়কে কেন্দ্র করে শিক্ষকের বাড়িতে হামলার ঘটনা সত্যিই দুঃখ জনক। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, শিক্ষকের বাড়িতে হামলার ঘটনা সঠিক। কি কারনে এমন ঘটনার সৃষ্টি হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET