
“তুমি কি যাবে আমার সাথে”?
তুমি কি যাবে আমার সাথে,
কেও থাকবে না মাঝ পথে!
আমি যে ক্লান্ত ধর আমার হাত,
হে বন্ধু এখন যে নিশীথ রাত।।
আমার পথ কাঁটা, বন্ধুর,
যেতে হবে যে অনেক দূর!
উঠাতে পারব না যে রথে,
প্রাণ থাকতে নিব না বিপথে।।
তবে কর আমায় বিশ্বাস,
কথায় দিতে পারি আশ্বাস।
খোঁপায় দেব পুষ্প গেঁথে,
হাঁটব না কোন অপথে।।
শুধু সম্পদ আমার ভালোবাসা,
তোমাকে নিয়ে অনেক ভরসা!
আমার প্রণয় নয় দয়িতা মিথ্যে,
কথা দিলাম থাকব সুপথে।।
গীতিকার: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us: