দাগনভূঁঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঁঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুজ্জাতুল ইসলাম বিদায় ও নবাগত কৃষি অফিসার কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন (অতিঃ দাঃ) বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মার্চ) বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঞা ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মারুফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুজ্জাতুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সামছুল আলম পাটওয়ারী, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্মল চন্দ্র সূত্রধর,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন,উপ সহকারি কৃষি কর্মকর্তা ও ডিকেআইবি দাগনভুঁঞার শাখার সভাপতি আমির হোসেন,উপ সহকারি কৃষি কর্মকর্তা আমিন উল্যাহ,নিজাম উদ্দিন,জয়নুল আবেদীন,সামছুল আলম, রনি মজুমদার,বিসিআইসি সার ডিলার দাগনভূঁঞা শাখা সভাপতি সফিকুর রহমান ও দাগনভূঁঞা পৌর কমিশনার নুরুল হুদা সেলিম প্রমুখ।
বিদায়ী কৃষি অফিসার পি এইচ ডি অর্জনের জন্য উপজেলা কৃষি অফিসারের পদ থেকে বিদায় নিয়।
Please follow and like us: