
মঙ্গলবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যন জয়নাল আবদীন মামুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি মোঃ হুজ্জাতুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সৌরভ দাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্টলের মধ্যো জুনিয়ার গ্রুপে ১ম হয়েছে দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়,২য় আতাতুর্ক উচ্চ বিদ্যালয়,৩য় হয়েছে বাতশিরি উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে ইকবাল মেমোরিয়াল কলেজ।