দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় মাদকের টাকা না পেয়ে বাবার হাত ভেঙ্গে দিয়েছে ছেলে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দাগনভূঞা বাজার দক্ষিন আলীপুর সড়কে।
পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার বেতুয়া গ্রামের সাত্তার পিয়নের বাড়ীর রফিকুল আলম সবুজের ছেলে হৃদয়উল আলম (২৩) ওই দিন মাদক সেবনের টাকা চায়। না দেয়ায় ঘরের মূল্যবান জিনিসপত্র নষ্ট করে। পরে আবারো বাবার ফার্ণিচার দোকানে মাদকাসক্ত হৃদয় ও তার সাঙ্গপাঙ্গরা এসে টাকা চায়। না দেয়ায় আসবাবপত্র ভাংচুর চালায়। বাধা দিলে কাঠ দিয়ে এলোপাতাডি পিটিয়ে হতভাগ্য বাবার দুই হাত ভেঙ্গে ফেলে। আহতের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আহতের দুই হাতে ছয়টি সেলাই দেন। ভূক্তভোগী এ ঘটনায় হৃদয়কে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রফিকুল আলম সবুজ জানান, ইয়াবা এবং গাঁজার টাকা জন্য প্রায় সময় হৃদয় ও তার সহযোগিরা দোকানে এসে চাপ দিয়ে থাকে। ওইদিন আবারো টাকা চাইলে না দেয়ায় আমার দুই হাত ভেঙ্গে ফেলে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাদকাসক্ত হৃদয়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।