ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য নারীশিক্ষা প্রতিষ্ঠান নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচিত হলেন জনাব শওকত হোসেন। গত শুক্রবার সকালে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করে প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। মোট ৯ জন অংশগ্রহণকারীর মধ্যে তিনি প্রথম হন। উল্লেখ্য যে, শওকত হোসেন দোহারের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহসিন হাওলাদার বলেন, অত্যন্ত শুষ্ঠু পরিবেশে পরীক্ষার মাধ্যমে আমরা প্রধান শিক্ষক নির্বাচিত করতে পেরেছি। কোনপ্রকার স্বজনপ্রীতি বা অনুরোধ গ্রহণযোগ্যতা পায়নি। আশাকরি নির্বাচিত প্রধান শিক্ষক তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।
প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দের সাথে শওকত হোসেন বলেন, অনেকটা আকস্মিক ভাবেই পরিক্ষা দেওয়া এবং নির্বাচিত হওয়া। যদিও দায়িত্বটা অনেক বড়, যথাসাধ্য চেষ্টা করবো এই বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে।