ঢাকা দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় গত শুক্রবার খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় দিদার (০৮) নামে এক মাদ্রাসা ছাত্র। নিখোঁজের একদিন পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দিদার অত্র এলাকার কবির হোসেনের ছেলে এবং জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার ২য় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি খালে গোসলে যায় দিদার। সেখানে একটি ব্রিজ থেকে লাফিয়ে পানিতে ঝাপ দিলে সাথে সাথেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সারাদিন চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরদিন শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জয়পাড়া দেবীনগর এলাকায় খালের পাড়ে দিদারের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। দিদারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। বিকেলে তার নিজ জেলায় মরদেহ নিয়ে যাওয়া হবে বলে জানায় দিদারের পরিবারের সদস্যরা।
Please follow and like us:










