ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলায় বৈদ্যুতিকস্পর্শে মো: নুর মোহাম্মদ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুর মোহাম্মদ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সোনার বাংলা গ্রামের মো: বাবুলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ইলেক্ট্রিক কাজের সাথে জরিত এবং নিজেও একজন ইলেকট্রিক মিস্ত্রি। গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নিকড়া গ্রামের জনি শিকদারের বাড়িতে ওয়াজের মাইক লাগাতে গাছে উঠলে, সেখানে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আকস্মিক দুর্গটনায় নিহতের পরিবারে শোক বিরাজ করছে।