
শেখ হাসিনা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে বিভেদ লাগিয়ে ফায়দা লুটেছে। আমরা সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে সামাজিক সহ অবস্থান নিশ্চিত করেছি। স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের মাটিতেই তার বিচার হবে। সুতরাং ধর্ম নিয়ে অপরাজনীতির সুযোগ নেই। শনিবার (৫অক্টোবর) বিকেলে চুলকাটি বাজারে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
সুজন মোল্লা আরো বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার ছাত্রলীগ যুবলীগ দেশ ছাড়েনি। তাদের ঘরবাড়িতে রয়েছে। এই দুর্গাপূজায় তারা যদি গোপনে কোন ধরনের সহিংসতা সৃষ্টি করে তবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থাশীল। তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। সুজন মোল্লা তার বক্তব্যে প্রত্যেকটা দুর্গা মন্দিরে সতর্কতা অবলম্বনের জন্য সকল নেতাকর্মীকে অনুরোধ জানান।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাসুম ফকিরেরর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, যুবনেতা শেখ মিরানুজ্জামান মিরন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আউয়াল, যুবনেতা শোমি বাদশা, এস কে বদরুল আলম, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ রায়হান, মিজানুর রহমান রাজন, শেখ সাজ্জাদ হাসান ইমরুল, মামুন হাওলাদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে কেক কেটে যুবদলের চুলকাঠি বাজার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুজন মোল্লা। আলোচনা সভা শেষে চুলকাটি প্রেসক্লাবে মতবিনিময় করেন তিনি। এ সময় চুলকাঠি প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Please follow and like us: