নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে র্যালি, শিক্ষা মেলা ও ল্যাপটপ বিতরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, সাবেক পৌর মেয়র একেএম মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আল আমিন। বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান ভুঁইয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, হোসাইন আহম্মদ, শ্যামল চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী পিতা কেটে শিক্ষা মেলা উদ্বোধন করেন। শিক্ষা মেলায় ৫টি ক্লাষ্টারের ৫টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে ৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএমসির সভাপতি উপস্থিত ছিলেন। একই দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে পাট দিবস পালন করা হয়।