মাঈন উদ্দিন দুলাল:- কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব আলহাজ্ব আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, কলেজের শিক্ষানুরাগী সদস্য মিসেস হেলেনা ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় প্রচারলীগের সাধারণ সম্পাদক ও চৌধুরী ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মজিবুল হক চৌধূরী বাদল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুবলীগ নেতা ইউনুছ মিয়া নোমান প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক সালাউদ্দিন ভূঁইয়া, প্রভাষক নজির আহাম্মদ মজুমদারসহ কলেজের অধ্যাপক ও প্রভাষকবৃন্দ্। অত্র কলেজের ছাত্রীরা গান, নৃত্যসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে দশর্কদেরকে মুগ্ধ করেন। পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।