উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- মাশরাফির নড়াইলে গাইবেন মমতাজ নাচবেন অপু একই মঞ্চে গান গাইতে যাচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ, মাকসুদ ও ইমরান। আর এই মঞ্চেই নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নড়াইলে অসহায় দরিদ্রদের সাহার্য্যার্থে মঞ্চ মাতাতে যাচ্ছেন তারা। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে ‘কনসার্ট ফর দ্যা হেল্পলেস’ অনুষ্ঠিত হবে। দর্শক শ্রোতারা উপভোগ করবেন এক জমকালো অনুষ্ঠান। মজার ব্যাপার হলো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করবেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তূজা। এ সময় আরো উপস্থিত থাকবেন নড়াইলের ছেলে চিত্রনায়ক তানভির তনু,এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি নাহিদ,সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক,কোষাধাক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ। জানা গেছে, সংসদ সদস্য শিল্পী মমতাজ সিলেট থেকে হেলিকাপ্টার যোগে সরাসরি নড়াইলে আসবেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিল্পী মাকসুদ ও ইমরান ঢাকা থেকে শুক্রবার সকালের ফ্লাইটে যশোর এয়ারপোর্টে পৌঁছাবেন। টিকিটের মূল্য রাখা হয়েছে চার ক্যাটাগরিতে- ভিআইপি আসন ১০০০ টাকা সাধারণ আসন ৫০০ টাকা, ফাকা মাঠ ৩০০ টাকা ও স্টেডিয়ামের গ্যালারী ২০০ টাকা।