চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলাধীন ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নে সিপাইকান্দি গ্রামে বেপারী বাড়িতে সম্পত্তি বণ্টন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। জানা গেছে, সম্পত্তির অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
নজরুল ইসলাম এর স্ত্রী: লুৎফা বেগম এবং মেয়ে সোনিয়া আক্তারকে জানে মেরে ফেলার উদ্দেশ্যে হুমকি বার্তা চালাচ্ছে এবং আজ১০/১১/২৪ইং সকালে সকাল সাত ঘটিকার সময় হোসেন, লুৎফা বেগমকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে এবং মারাত্মকভাবে জখম করে। সোনিয়াকে দাঁড়ালো অস্ত্র দ্বারা হাত ভেঙ্গে দেয়।
লুৎফা বেগমের ভাসুর নুরু মিয়ার ছেলে মো:হোসেন(৩৮)।সিপাইকান্দি বেপারী বাড়ীর নজরুল ইসলামের এই পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সামান্য বিষয় নিয়ে দীর্ঘ শত্রুতা পোষণ করে।অপরদিকে নুরু মিয়া ছেলে রাজমিস্ত্রি ঠিকাদার ঘাতক মোহাম্মদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সারা মিলেনি তবে তার নিকট আত্মীয় জানান সম্পত্তি বন্টন নিয়ে এমন বক্তব্য দিয়ে আসছে । এতে দুইজন গুরুতর আহত হন যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নজরুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন বলেন আমার মা লুৎফা বেগম তার নিজস্ব জায়গায় পুকুরের ঘাটলায় থালা-বাসন ধোয়ার জন্য যায়, হোসেন অহেতুক অভিযোগ এই দেয় যে থালাবাসন দোয়ার কারণে তার ছেলের নাকি ঘুম ভেঙে যাবে। এই সামান্য বিষয় এবং পূর্ব শত্রুটার জের ধরে সে মাকে খুন করার জন্য আক্রমণ করে এ সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
Please follow and like us: