২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




পোশাকশ্রমিকদের জন্য সর্বজনীন পেনশন চালু করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৪, ১৭:২৭ | 636 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পোশাকশ্রমিকদের জন্য সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের রপ্তানি খাতের ৮৩ থেকে ৮৪ ভাগ পোশাকশিল্প থেকে আসে। এই শিল্পের মেহনতি শ্রমিকদের পরিশ্রমের ফলেই সীমাহীন দুর্নীতি ও লুটপাটের পরও দেশের অর্থনীতি টিকে আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, অন্যান্য সেক্টরে চাকরির পর সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে ভাতা কিংবা সর্বজনীন স্কিমের ব্যবস্থা রয়েছে। কিন্তু গার্মেন্টস সেক্টরে একজন শ্রমিক যখন অবসরে যান, তখন তাঁদের এ ধরনের কোনো সুবিধা দেওয়া হয় না। সেই জায়গা থেকে আমার একটা স্বপ্ন হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা। এটা করার জন্য আমাদের হয়তো সময় লাগবে, কিন্তু আমরা এই উদ্যোগটা শুরু করে দিয়ে যেতে চাই। কারণ, একজন শ্রমিক ৮ থেকে ১০ বছর কাজ করার পর আর কর্মক্ষম থাকেন না। তাঁদের জীবনটা তখন দুর্বিষহ অবস্থায় কাটে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমরা দায়িত্বে আসার পর শ্রমিকেরা অনেক দাবিদাওয়া উত্থাপন করেছেন। তাঁরা প্রায় ১৬ বছর ধরে যেসব বৈষম্য বা বঞ্চনার শিকার হয়েছেন, সেসব বিষয় নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা তাঁদের গণতান্ত্রিক অধিকার বা মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছি। প্রতিটি সমস্যাকে অ্যাড্রেস করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এই সুযোগটা অনেকেই নেওয়ার চেষ্টা করেছে, বহিরাগত ব্যক্তিরা শ্রম-অঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করেছে।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘আমরা শ্রমিকনেতা, মালিকপক্ষসহ সব অংশীদারের সঙ্গে বারবার বসেছি। সর্বশেষ গত মাসের ২৪ তারিখ শ্রমিকদের যে ১৮টি দাবি ছিল, সেটি সমাধানের উদ্যোগ নিয়েছি। আজ শ্রমিকদের সুবিধার্থে শ্রমঘন অঞ্চলে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হলো। ধাপে ধাপে দেশের সব শ্রম-অঞ্চলে এই কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।’

শ্রমিকদের মধ্যে টিসিবির পণ্য তুলে দিচ্ছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায়
শ্রমিকদের মধ্যে টিসিবির পণ্য তুলে দিচ্ছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামাম, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, গাজীপুরের প্রশাসক নাফিসা আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার এক হাজার শ্রমিকের হাতে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। পরে আরও কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানা গেছে।

টিসিবি সূত্রে জানা যায়, বাজারে নিত্যপণ্যের চড়া দাম থাকায় শ্রমিকদের সুবিধার্থে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল থাকবে। সরবরাহ কম থাকায় এ প্যাকেজে চিনি অন্তর্ভুক্ত করা হয়নি। প্রতিটি শ্রমঘন অঞ্চলে এ কার্যক্রম চালু করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET