১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৫, ০০:৪১ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  ১১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরুন’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।  নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আখন্দ, আলম খন্দকার প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বিমানবন্দরে প্রবাসী সাঈদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে প্রবাসীর উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। সেই সাথে শতাধিক দ্রব্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করে জনমনে স্বস্তি আনার উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যেই চিন্তা থেকে ৩৬ জুলাইর আন্দোলন করা হয়েছিলো, সেই চিন্তা থেকে জনগণ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। এই সুযোগটা কাজে লাগিয়ে অপরাধী-দুর্নীতিবাজরা রাজনীতি করছে, পুলিশ-প্রশাসন নীতির বাইরে পথ চলছে। যে কারণে দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET