দিনাজপুরের ফুলবাড়ীতে জয়নগর উচ্চ দ্যিালয়ের নব নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেছেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তিনি প্রধান অতিথি হিসেবে এই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন।
নবনির্মিত ভবন উদ্বোধন ও সূধি সমাবেশে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ে যে রকম নতুন ভবন হয়েছে, সে ভাবে সারা দেশে এক সাথে উন্নয়ন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার, তারই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ে এখন নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।