নিজস্ব প্রতিবেদক:- ফেনী জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১ জনের কারাদন্ড ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) মাদকবিরোধী এ টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামে মির্জাবাড়ির নাজমা আক্তারকে (৩১) ১কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত নাজমা আক্তারকে ছয় (৬) মাসের কারাদন্ড প্রদান করে আদালত।
এছাড়া রেলস্টেশন থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আব্দুল আলীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আব্দুল আলীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: