
ফ্রান্সের আইফেল টাওয়ার নতুন রুপে নববধূর মতো সাজ সজ্জায় মেতে উঠছে। তার একমাত্র কারণ মেসির আগমন।
জানা যায় ২০১৭ সালে বার্সা থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে নেইমার জুনিয়রকে কেনার পর তাকে স্বাগত জানাতে ৩ লাখ ইউরো খরচ করে আইফেল টাওয়ার ভাড়া করেছিল পিএসজি। চার বছর পর মেসির জন্য একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চলেছে ফরাসি ক্লাব।
নেইমারের জন্য সেবার বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটা আলোকসজ্জায় সাজানো হয়। ফ্রান্সের গর্ব এই টাওয়ারের গায়ে সাঁটানো হয় স্বাগত সম্ভাষণ। এবার মেসির জন্যও এমন কিছুর আয়োজন করতে চলেছে পিএসজি।
আগামী ১০ আগস্টের জন্য পুরো আইফেল টাওয়ার রিজার্ভ করে রেখেছে পিএসজি। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে বিশ্বসেরা ফুটবলার মেসির আগমন উপলক্ষেই প্যারিসের ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে।
তবে মেসির পিএসজিতে যাওয়া নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল। কারণ ফেয়ার প্লে’র নিয়ম অনুযায়ী তাকে দলে নিলে বিপাকে পড়ে যাওয়ার কথা কাতারি মালিকানাধীন ক্লাবটির। কিন্তু করোনা মহামারির কারণে ফরাসি লিগ ওয়ানে ক্লাব গুলোকে এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। ফলে মেসির প্যারিসে যাওয়ার সম্ভাবনা এখন অনেক জোরদার। তাইতো ফ্রান্সের রাজধানীতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
Please follow and like us: