
পৃথিবীর মানব জাতির এক আবেদনের নাম শরণার্থী। এই শরণার্থীরা নিজেদের জন্মভূমি ছেড়ে জীবনের নিরাপত্তার তাগিদে দেশান্তরি হয়। দেশান্তরিত হওয়ার বিভিন্ন কারণ বিদ্যমান। কিন্তু তারা যে দেশে আশ্রয় পাওয়ার জন্য আবেদন করে সে দেশের কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করলে নেমে আসে জীবন ধারনের আইনি জটিলতা। তারা কাগজবিহীন হয়ে পড়ে। ফরাসী ভাষায় বলা হয় সঁ পাপিয়ে। এই ধারাবাহিকতায় গত মে মাস থেকে ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলন চলছে। দ্বিতীয় ধপায় ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহর থেকে লংমার্চের ঘোষণা দেয়া হয়েছে। এই লংমার্চ ১৯ সেপ্টেম্বর মার্শেই থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই লংমার্চের উদ্বোধনী পর্বে অংশ নিতে প্যারিস থেকে একটি দল ১৭ সেপ্টেম্বর মার্শেই এর উদ্দেশ্য রওয়ানা হয়। ইতিমর লংমার্চে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। এই টি-শার্টের শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ১০ €.এই টি-শার্ট বিক্রয়ের সমূদয় টাকা লংমার্চে আন্দোলনরতদের খাবার ও যাতায়াতসহ অন্যান্য খ্যাতে ব্যয় করা হবে। তারা ইতিমধ্যে ১৯ সেপ্টেম্বর কাগজহীন অভিবাসীদের নিয়মিতকরনের দাবিতে ফ্রান্সের বিভিন্ন শহরে যাত্রা শুরু করেছে এবং আগামী ১৯ অক্টোবর ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবন ‘এলিজে প্রাসাদের’ সামনে এসে শেষ হবে।
Please follow and like us: